রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | পুজোর মুখেই সুখবর, মজুরি নিয়ে বড় সিদ্ধান্ত, হাসি ফুটবে শ্রমিকদের মুখে

Riya Patra | ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০ : ৫০Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রায় তিন বছরের টালবাহানার পর দুর্গাপুজোর মুখে অবশেষে রাজ্যের কয়েক লক্ষ বিড়ি শ্রমিকদের জন্য সুখবর। আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম ,পুরুলিয়া, উত্তর দিনাজপুর ,দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ডের পাকুড় জেলার বিড়ি তৈরির কারিগরদের মজুরি বাড়তে চলেছে। 

 

শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে একাধিক বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের সঙ্গে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে এক হাজার বিডি তৈরির মজুরি ২৪ টাকা বেড়ে হবে ২০২ টাকা। এই চুক্তিপত্রে ৯ টি বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং মালিকপক্ষের তরফে ঔরঙ্গাবাদ ও ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। 

 

ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন, '২০২১ সালের ২৮শে সেপ্টেম্বর বিড়ি শ্রমিকদের মজুরি শেষবারের মতো বেড়েছিল। বিড়ি শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। শনিবার বিডি শ্রমিকদের ন' টি ইউনিয়নের সঙ্গে বসে দীর্ঘ আলোচনার পর স্থির হয়েছে আগামী ১ নভেম্বর থেকে ১০০০ বিড়ি তৈরির মজুরি ১৭৮ টাকা থেকে বেড়ে ২০২ টাকা হবে।'

 

 

তিনি আরও বলেন, 'বিড়ি শ্রমিক ইউনিয়নের সঙ্গে এই চুক্তির ফলে রাজ্যের প্রায় ২০ লক্ষের বেশি বিড়ি শ্রমিক উপকৃত হবে। সবথেকে বেশি উপকৃত হবেন মালদা এবং মুর্শিদাবাদের বিপুল সংখ্যক বিড়ি শ্রমিক।'

 

 

১০০০ বিড়ি তৈরির জন্য সরকার ঘোষিত মজুরি ২৭৪ টাকা হলেও বিড়ি শিল্পের বর্তমান দুরবস্থার কারণে বেশিরভাগ জায়গাতেই শ্রমিকরা ১৭৮ টাকা মজুরি পান না বলে অভিযোগ। যদিও বিড়ি শ্রমিকদের ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরে সরকার ঘোষিত মজুরি পাওয়ার জন্য আন্দোলন করছে। 

জানা যায়, বাস্তব অবস্থার কথা বিড়ি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পদাধিকারীদের বারবার বুঝিয়ে বলার পর তারা ২০২ টাকা মজুরি মেনে নিতে রাজি হয়েছে। সূত্রের খবর, শনিবার অনেক রাত পর্যন্ত চলা এই বৈঠকে একাধিকবার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বৈঠকের ঘর ছেড়ে দু'পক্ষই বেরিয়ে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে।  

রাজকুমার জৈন বলেন, 'যেহেতু মুর্শিদাবাদের বিড়ি শিল্পের সঙ্গে মালদা, দুই দিনাজপুর ,পুরুলিয়া ,বীরভূম এবং পাকুড় জেলার নিবিড় সম্পর্ক রয়েছে সেই কারণে এই মজুরি বৃদ্ধির সুফল এই জেলাগুলোতে বিড়ি তৈরির সঙ্গে যুক্ত শ্রমিকরাও পাবেন।'

 

জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়নের সম্পাদক মহম্মদ আলি রেজা বলেন, ' আমরা সরকার ঘোষিত মজুরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রমিকদের স্বার্থে আমরা ২৪ টাকা মজুরি বৃদ্ধির আপাতত মেনে নিয়েছি। ভবিষ্যতে আরও মজুরি বৃদ্ধির জন্য আমাদের আন্দোলন জারি থাকবে।'


MurshidabadWorkers meeting Durga puja Birbhum Purulia

নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া